Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রশিক্ষণের বিস্তারিত

ইউআইটিআরসিই টুঙ্গিপাড়া কার্যালয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষকগণকে দুই ধরনের ট্রোনিং প্রদান করানো হয়-

১.বেসিক আইসিটি ট্রোনং ফর টির্চাস এবং ২.কম্পিউটার হার্ডওয়ার,নেটওয়ার্কিং এন্ড ট্রাবল সুটিং। প্রতিটি ব্যাচে ২৪ জন করে অংশগ্রহন কারী থাকেন। প্রতিদিন ৪ ঘন্টা করে মোট ১৫  দিন ব্যাপী ট্রোনিং কার্যক্রম চলে। শুক্রবার ও সরকারী ছুটির দিন ট্রেনিং বন্ধ থাকে।  অত্র সেন্টারে  বর্তমানে বেসিক আইসিটি ট্রোনং ফর টির্চাস-এ  ৬ জন মাস্টার ট্রেইনার ও কম্পিউটার হার্ডওয়ার এন্ড ট্রাবল সুটিং-এ ১  জন মাস্টার ট্রেইনার সহ মোট ৭ জন মাস্টার ট্রেনার আছেন।  বেসিক আইসিটি ট্রোনং ফর টির্চাস এ  কম্পিউটার পরিচিতি,মাইক্রোসফট ওয়ার্ড,একসেল ,পাওয়ার পয়েন্ট সম্পর্কে মৌলিক ধারণা দেওয়া হয়। তাছারা ফটোসপ,ভিডিও ডাউনলোড,ই-মেইল সম্পর্কে প্রশিক্ষন সহ মাল্টিমিডিয়াতে কিভাবে ক্লাস নিতে হয় সে সম্পর্কেও প্রশিক্ষণ দেওয়া হয়।

কম্পিউটার হার্ডওয়ার এন্ড ট্রাবল সুটিং এ কম্পিউটারের হার্ডওয়ার ও সফটওয়্যার  সম্পর্কে বিস্তারিত জানানো হয়। কিভাবে সফটওয়্যার ইনস্টল দিতে হয় তা হতে কলমে শিখানো হয়। কিভাবে উইনডোস ইনস্টল দিতে হয় তা হতে কলমে শিখানো হয়। কম্পিউটারের বিভিন্ন সমস্যা কিভাবে সমাধান করতে হয় তা শিখানো হয়। মাল্টিমিডিয়া প্রজেক্টর  , প্রিন্টার ,মডেমসহ বিভিন্ন ধেরনের ডিভাইস কম্পিউটারে কিভাবে সেট করতে হয় তা শিখানো হয়। তাছাড়া ব্রাউজিং,সার্চিং, ও ডাউনলোড, নেটওয়ার্ক শেয়ারিং, মোবিইল অ্যাপ্লিকেশন ও এর ব্যবহার , সাইবার সিকিউরিটি সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়।