Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবাসমূহ

আইসিটি প্রশিক্ষণ

UITRCE, টুংগিপাড়াতে ২০১৫-২০১৬ অর্থ-বছরে ০৬ টি এবং ২০১৬-২০১৭ অর্থ-বছরে ২৪ টি,১৭-১৮ অর্থ-বছরে ০৫টি এবং ১৮-১৯ অর্থ-বছরে ০৩টি মোট ৩৮ টি ব্যাচের "বেসিক আইসিটি ট্রেনিং ফর টিচার্স" শিরোনামে প্রশিক্ষণ সু-সম্পন্ন হয়েছে । যার মাধমে মোট ৯১২ জন শিক্ষককে আইসিটি প্রশিক্ষণ প্রদান করা হয়েছে ।

চলমান ২০১৮-১৯ অর্থ-বছরে ০২টি ব্যাচে মোট ৪৮ জন শিক্ষককে হার্ডওয়্যার বিষয়ক প্রশিক্ষণ প্রদানের  করা হয়েছে।

 

ইন্টারনেট এক্সেস সেবা

উপজেলার জনগনের জন্য সহজে দ্রুত-গতির ইন্টারনেট সেবা প্রদানের জন্য কাজ করে যাচ্ছে UITRCE সেন্টারগুলি । এই সেন্টারগুলিতে স্কুল-কলেজের শিক্ষকরা সহজ শর্তে ও স্বল্প খরচে ইন্টারনেট ব্রাউজিং সুবিধা গ্রহণ করতে পারেন । 

 

 

শিক্ষা বিষয়ক তথ্য সেবা

শিক্ষা বিষয়ক যে কোন তথ্য প্রাপ্তির জন্য UITRCE, দামুড়হুদা সেন্টার সেবা প্রদান করে যাচ্ছে ।

যে কোন শিক্ষাতথ্য বা পরিসংখ্যান জানার জন্য UITRCE, টুঙ্গিপাড়া এর সহকারী প্রোগ্রামার জনাব সৈয়দ রাশিদুল ইমাম এর সাথে যোগাযোগ করা যেতে পারে । অথবা অত্র কার্যালয়ের ল্যাব এসিসট্যান্ট জনাব মোঃ এনামুল হক এর সাথেও যোগাযোগ করা যেতে পারে ।