Wellcome to National Portal
Main Comtent Skiped

Acievements

উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই), টুঙ্গিপাড়া,গোপালগঞ্জ কার্যালয় ২মার্চ, ২০১৬ সাল থেকে দুইটি মডিউলে আইসিটি প্রশিক্ষন প্রদান করে আসছে।

এ পর্যন্ত (১৯-২০ অর্থবছর পর্যন্ত) ৩৯ টি বেসিক আইসিটি ব্যাচে (প্রতি ব্যাচে ২৪ জন) মোট ৯৩৬ জন শিক্ষককে ও হার্ডওয়্যার অ্যান্ড ট্রাবলশুটিং প্রশিক্ষণে ৫ টি ব্যাচে মোট ১২০ জন শিক্ষককে  প্রশিক্ষন প্রদান করা হয়েছে। এই প্রশিক্ষন কার্যক্রমের ফলস্বরুপ শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাস কার্যক্রম প্রসার লাভ করেছে। 

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পর্যায়ের শিক্ষকগণ আইসিটি বিষয়ে তাদের অর্জিত দক্ষতা প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত পর্যায়ে ব্যবহার করছেন। 

একই সাথে বার্ষিক শিক্ষা জরিপসহ ব্যনবেইস এর অন্যান্য রুটিন কার্যক্রম মাঠপর্যায়ের সহায়তায় জোরদার হয়েছে। যার ফলে শিক্ষা পরিসংখ্যান সূদৃড় হয়েছে এবং শিক্ষাতথ্য সরবরাহ সহজতর হয়েছে।